জাপানের জাতীয় ফুটবল দলের কোচ জাভিয়ের আগুইরেকে বরখাস্ত করা হয়েছে। স্পেনিশ লিগে আগুইরের বিরুদ্ধে আনা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ২০১৮ বিশ্বকাপ ফুটবলে জাপানের কোয়ালিফাই হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কায় তাকে বরখাস্ত করা হয়েছে। জাপান জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কুনিয়া দাইনি এক সংবাদ সম্মেলনে আজ একথা জানিয়েছেন। খবর দ্য হিন্দুর
স্পেনিশ ফুটবল লিগে বড় ধরনের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে স্পেনের রাষ্ট্রীয় কৌসুলী। আর এতে মেক্সিকোর সাবেক কোচ অাগুইরের সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ উঠে। তবে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন আগুইরে।
বিডি-প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ