তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে থাইল্যান্ড। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ 'বি'র গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ৩-০ গোলে বাহরাইনকে পরাজিত করে। এ জয়ে পুরো ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো। সিলেটে আগের ম্যাচে তারা ৩-২ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে। ৬ ফেব্রুয়ারি আসরে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও থাইল্যান্ড মুখোমুখি হবে। মামুনুলরা শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ঠাঁই পেলেও সিলেটে উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে যায়। ৫ ফেব্রুয়ারি প্রথম সেমিতে মালয়েশিয়া ও সিঙ্গাপুর লড়বে। দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করাতে অনেকে ধরে নিয়েছিল টুর্নামেন্ট থেকে সিঙ্গাপুর বিদায় নিচ্ছে। কিন্তু বাহরাইন কাল ৩-০ গোলে হারাতে গোল পার্থক্যে সিঙ্গাপুর শেষ চারে ঠাঁই পেয়ে গেল। প্রথম ম্যাচে বাহরাইন গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরের বিপক্ষে। অথচ টুর্নামেন্টে বাহরাইনকে টপফেবারিট দল হিসেবে চিহ্নিত করা হয়েছিল।