দিন কয়েক আগেই অস্ট্রেলিয়া ওপেনের রঙে রঙিন ছিল মেলবোর্ন। জকোভিচের জয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম লড়াই শেষ হওয়ার পর মেলবোর্ন এখন পুরোপুরিই ক্রিকেটের নগরী। এমনিতেই অস্ট্রেলিয়ার অন্য নগরীর তুলনায় মেলবোর্ন কিছুটা বেশিই ক্রিকেটবান্ধব। বিশ্বকাপের আগমনী গান এখানে এবার তার পূর্ণ সুর তুলেছে। আর যে মাত্র ১০ দিন বাকি ১১তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে! একই আমেজ এখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চেও। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এবং ক্রাইস্টচার্চের নর্থ হ্যাগলি পার্কেই এবার অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপ ২০১৫'র উদ্বোধনী অনুষ্ঠানে। যৌথ আয়োজক নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এবার দুটি উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে এবারের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান বিনামূল্যেই দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটভক্তরা। ১১তম বিশ্বকাপের ৪৯টা ম্যাচ দুই আয়োজক দেশের ৭টি করে মোট ১৪টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডুনেডিন, নেলসন, নেপিয়ার, ওয়েলিংটন এবং হ্যামিল্টন শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিসবেন, পার্থ, হুবার্ট এবং ক্যানবেরা শহর এবারের বিশ্বকাপ আয়োজক। নকআউট পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, ওয়েলিংটন এবং অকল্যান্ডে। ২৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।