২ হাজার ৬৩৮ কোটি টাকা। ৩০০ মিলিয়ন ইউরো। ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার জন্য এই পরিমাণ অর্থ খরচ করতেও রাজি বেশ কয়েকটি ক্লাব! এমন দাবি করেছেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ তারকার এজেন্ট জর্জ মেন্ডেস। তিনি বলেন, 'রোনালদোই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। কারণ তিনিই সেরা ফুটবলার। সর্বকালের সেরা ক্রীড়াবিদ। তার সঙ্গে অন্য কারও তুলনা হতে পারে না।' বিবিসি রেডিও ফোরের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে মেন্ডেস এমন দাবি করেছেন। অবশ্য এখনো রোনালদোর জন্য কোনো প্রস্তাব পায়নি রিয়াল মাদ্রিদ। তবে মেন্ডেস বলছেন, রিয়াল মাদ্রিদ যদি রোনালদোকে ছাড়তে চায় তবে বেশ কয়েকটা ক্লাব তাকে ৩০০ মিলিয়ন ইউরোতে দলে নিতে চাইবে। এই তালিকায় সবার উপরে থাকতে পারে ম্যানচেস্টার সিটির নাম। রোনালদোর এজেন্টের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বর্তমানে সবচেয়ে দামি ফুটবলার গেরেথ বেলে। তাকে ১০০ মিলিয়ন ইউরোতে কিনেছে রিয়াল। রোনালদোকে কিনেছিল ৯৪ মিলিয়ন ইউরোতে।