এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ইতিমধ্যে আয়োজকরা ঘোষণা দিয়েছে, এই ম্যাচটি হবে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। তাই ম্যাচটির জন্য আলাদা নিয়ম-নীতিও করা হয়েছে। এই ম্যাচ নিয়ে সাবেক ক্রিকেটাররাও নানা দৃষ্টিকোণ থেকে তাদের বিশ্লেষণ তুলে ধরছেন। পাকিস্তানের গতি তারকা শোয়েব আকতার দুই দল নিয়ে মন্তব্য না করলেও উভয় দলের অধিনায়ককে নিয়ে কথা বলেছেন। পিন্ডি এঙ্প্রেসের দৃষ্টিতে পাকিস্তানের অধিনায়ক মিসবাহর চেয়ে এগিয়ে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শোয়েব বলেন, 'অতিরিক্ত চাপ দেখলে মিসবাহ দলের আড়ালে লুকায়, আর চাপের সময় ধোনির আড়ালে লুকায় দল। দুই অধিনায়কের পার্থক্য এখানেই।'
ম্যাচে কে জিততে পারে? এমন প্রশ্নে সরাসরি কিছু না বলে শোয়েব জানান, 'বিশ্বকাপে দুই দলই ফেবারিট। তাই এই ম্যাচে কে জিতবে তা বলা কঠিন। তবে এটুকু বলতে পারি, লড়াইটা জমজমাট হবে। তবে লড়াই শুরু হবে দুই দলের ড্রেসিং রুম থেকেই। যারা কৌশলে এগিয়ে থাকবে জয় তাদেরই হবে।' এর আগে বিশ্বকাপে কখনোই পাকিস্তানের বিরুদ্ধে হারেনি ভারত।