ভালো সময় কাটছে না ভারতীয় ক্রিকেট দলের। অস্ট্রেলিয়া সফরে এসে জয়ের কথা প্রায় ভুলেই গেছে ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দল। অবশেষে প্রতীক্ষিত সেই জয়ের দেখা পেয়েছে মহেন্দ্র সিং ধোনীর দল। গা গরমের ম্যাচে আফগানিস্তানকে ১৫৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। অ্যাডিলেডের ম্যাচে ভারতের ওপেনার রোহিত শর্মা করেছেন ১৫০ রান। আরেক প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৯ রানে বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড। স্কটিশদের এমন জয় অ্যালার্মিং টাইগারদের জন্য। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রানে ২ উইকেট খুইয়ে বিপদে পরে ভারত। সেখান থেকে রোহিত ও সুরেশ রায়না তৃতীয় উইকেট জুটিতে ১৫৮ রান যোগ করেন। রায়না সাজঘরে ফিরেন ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলে। রায়নার বিদায়ের পর আজিঙ্কা রাহানের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৯৫ রান যোগ করে সাজঘরে ফিরেন রোহিত। ১৫০ রানের ইনিংসটি খেলেন এই ড্যাসিং ওপেনার ১২২ বলে ১২ চার ও ৭ ছক্কায়। রাহানে অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৮ রানে। রোহিতের দেড়শ রানের ইনিংসে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৪ রান করে ভারত। জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হয় ২১১ রানে। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন নওরাজ মঙ্গল। বিশ্বকাপের মূল মিশনে আফগানিস্তানের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। ক্যানবেরায় খেলাটি ১৮ ফেব্রুয়ারি। সিডনির ব্ল্যাক টাউন ওভালে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে ম্যাকানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান করে। পরে আইরিশটা ১১৭ রানে অলআউট হয়ে যায়।