অস্ট্রেলিয়ার বোলিং কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড দখল করে রেখেছেন। মাত্র ৩৯ ম্যাচে তিনি উইকেট শিকার করেছেন ৭১টি! তার কাছাকাছি আছেন ৪০ ম্যাচে ৬৮ উইকেট শিকারি লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন এবং ৩৮ ম্যাচে ৫৫ উইকেট শিকারি পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। ম্যাকগ্রার এই রেকর্ড ভাঙা কঠিন কাজই হবে নতুনদের জন্য। বোলিংয়ে ম্যাকগ্রার যেমন মহান এক রেকর্ড রয়েছে তেমনি ব্যাটিংয়ে রয়েছে দুঃখজনক রেকর্ডও। অবশ্য অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপের মঞ্চে ৩৯ ম্যাচ খেললেও মাত্র চারবার ব্যাট হাতে উইকেটে নেমেছেন তিনি। এর মধ্যে তিনবারই করেছেন শূন্য রান! দুইবার ছিলেন অপরাজিত। একবার শূন্য রানে আউট হয়েছেন। অপর ম্যাচে করেছেন অপরাজিত ৩ রান। বিশ্বকাপের ৩৯ ম্যাচ খেলে ম্যাকগ্রা মাত্র ৩ রান করেছেন! বিশ্বকাপের আর মাত্র ৩ দিন বাকি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এ বিশ্বকাপেও হয়তো এমনই অসংখ্য রেকর্ড হবে। দেখা যাক, ম্যাকগ্রার সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করার দুঃসাহস কেউ করতে পারে কি না! এবারের বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা (৩১ উইকেট) এবং শহিদ আফ্রিদিই (২৮ উইকেট) আছেন সবচেয়ে কাছাকাছি!