তিনদিন পর বিশ্ব মাতাতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। ক্রিকেট মহাযজ্ঞে টানা পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। মাশরাফিদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ১৮ ফেব্রুয়ারির ম্যাচটির ভেন্যু ক্যানবেরা। বিশ্বকাপের উন্মাদনা অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেও লেগেছে। ক্রিকেটপ্রেমীরা আক্রান্ত ক্রিকেট বিশ্বকাপ জ্বরে। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাকে আরও জাগিয়ে দিতে বিসিবি আয়োজন করছে কনসার্ট। ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় 'এগিয়ে চলো বাংলাদেশ' নামে কনসার্টের আয়োজন করছে বিসিবি। পৃষ্ঠপোষকতা করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
আজ খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম কনসার্ট। কনসার্টে গান গাইবে মাইলস, নেমেসিস ও শুভ অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ড। টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০, ৩০০ ও ৫০০ টাকা। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্টে গান গাইবে এলআরবি, ওয়ারফেজ ও তীরন্দাজ। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কনসার্টে গান গাইবেন মমতাজ। এছাড়া গাইবে বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ওয়ারফেজ, মাইলস ও এলআরবি। কনসার্ট উপলক্ষে কাল এক সংবাদ সম্মেলন আয়োজন করে বিসিবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সিনিয়র সহ সভাপতি মাহাবুব আনাম, শওকত আজিজ রাসেল, জালাল ইউনুস, ডা. ইসমাইল হায়দার মল্লিকসহ অন্যরা।