'ভুয়েস্ত্রা রিসা, নুয়েস্ত্রা ভারগুয়েনজা'-এ স্লোগান লেখা পোস্টারে সান্তিয়াগো বার্নাব্যুর চারপাশ ভরে গেছে। স্প্যানিশ ভাষায় লেখা এর অর্থ, তোমার হাসি আমাদের কান্না। মাদ্রিদের রাস্তায় স্থানে স্থানেই রিয়াল ভক্তরা এই স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেছে। কারণ! রিয়াল মাদ্রিদ যে রাতে ভিসেন্ট ক্যালডেরনে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে সেই রাতেই ক্রিস্টিয়ানো রোনালদো তার জন্মদিনের জাঁকজমকপূর্ণ পার্টি করেছেন। রোনালদোর এ পার্টি রিয়াল ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। যে পরাজয়ের দুঃস্বপ্ন ভুলে যাওয়ার চেষ্টায় গত ৭২ ঘণ্টা অনবরত চেষ্টা করে যাচ্ছে ভক্তরা তা যেন আরও গভীর দাগ কেটে যাচ্ছে রোনালদোর পার্টির পর।
গত সপ্তাহেই ৩০ বছর পূর্ণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তখন জন্মদিন উপলক্ষে কোনো পার্টি করেননি। লক্ষ্য ছিল মাদ্রিদ ডার্বি জিতেই পার্টি করবেন। মাদ্রিদ ডার্বিতে চরমভাবে বিধ্বস্ত হওয়ার পরও এ পার্টি আর বাতিল করেননি তিনি। এখানেই ভক্তরা ক্ষেপে গেছে পর্তুগিজ তারকার ওপর। যদিও রোনালদোর এজেন্ট বলেছেন, 'ভক্তদের প্রতিক্রিয়ায় রোনালদো খুবই হতাশ হয়ে পড়েছেন। সত্যি বলতে ওটা ছিল একটা ব্যক্তিগত অনুষ্ঠান।