ইংলিশ প্রিমিয়ার লিগে লিচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল।
ম্যাচের ২৭ মিনিটে মেসুত ওজিলের অ্যাসিস্টে আর্সেনালকে লিড এনে দেন লরেন্ট কোস্চিয়েলনি। প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে দ্বিতীয় গোল করেন থিও ওয়ালকট। অবশ্য গোলটি পেতে পারত ওজিল। ৬১ মিনিটের মাথায় আন্দেজ ক্রামারিকের গোলে ম্যাচে ফিরে লিচেস্টার। তবে, এরপর কোনো দলই আর গোলের দেখা পায়নি।
এ জয়ে পয়েন্ট টেবিলেও পরিবর্তন এসেছে। সাত থেকে চারে উঠে এলো আর্সেনাল।