এবারের বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান চ্যাম্পিয়ন হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে নিউজিল্যান্ডের একটি রোবট। খবর এনডিটিভির অনলাইন।
রোবটটির নাম 'ইকরাম'। এটি নির্মাণ করেন নিউজিল্যান্ডের ক্যান্টবুরি ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইডুয়ারডো সান্দোভাল।
আসন্ন বিশ্বকাপে অংশ নেয়া ১৪টি দলের পতাকা দেখানো হয় 'ইকরাম'-কে। চ্যাম্পিয়ন দল বেছে নেয়ার জন্য রোবটটিকে ঘুরানোও হয় পতাকাগুলোর পাশে। ১৪টি দলের মধ্যে থেকে আফগানিস্তানের পতাকা বেছে নেয় রোবটটি।
২০১৫ সালের বিশ্বকাপে 'এ' গ্রুপে খেলবে আফগানিস্তান। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও শ্রীলংকা।
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা