অধিনায়ক মিসবাহ-উল হকের অপরাজিত ৯১ রানের উপর ভর করে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে পাকিস্তান। সাত বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত ২৫১ রান তুলে নেয় পাকিস্তান। এর ফলে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেলো তারা। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অনেকটা স্বাচ্ছন্দেই জয় পেয়েছিল মিসবাহরা। ইংল্যান্ডের হয়ে জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ২টি করে উইকেট নিয়েছেন। অার জর্দান ও ট্রেডওয়েল ১টি করে উইকেট নেন। খবর বিবিসি ও ডনের
পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন উমর আকমল। তিনি ৬৬ বলে ৬৫ রান করেন। আর হ্যারিস সোহেল করেন ৩৩ রান ও সোয়েব মাকসুদের সংগ্রহ ২০ রান। বুম বুম শহীদ আফ্রিদি শেষ দিকে ৬ বল খেলে ২টি চারে আট রান করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫০ রান করে। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন জো রুট। তিনি ৮৭ রান করে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন গ্যারেই ব্যালান্স। তার সংগ্রহ ৫৭ রান। আর ক্রিস জর্দান ৩১ রান করে নটআউট ছিলেন। ইংল্যান্ডের বাকি খেলোয়াড়দের আর কেউই তেমন রানের দেখা পায়নি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। এজন্য তিনি ৪৫ রান খরচ করেন। সোহাইল খানও ভালো বল করেছেন। তিনি ২টি উইকেট নিয়েছেন। আর শহীদ অাফ্রিদি, এহসান আদিল ও ওয়াহাব রিয়াজ ১টি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ