রিয়াল মাদ্রিককে ইউরোপের সেরা ক্লাবের তকমা ধরে রাখতে বড় অবদান রেখেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ মাদ্রিদের ঘরের ছেলেই এখন পর হয়ে গেছে। নিজের জন্মদিন উদযাপন করায় সেই শহরে এখন সিআর সেভেন বিরোধী স্লোগান।
শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে চার গোল হজম করার ঘণ্টাখানেক পরেই হারের জ্বালা ভোলাতে নিজের জন্মদিনের ‘বিলেটেড’ পার্টি সেলিব্রেট করেছিলেন রোনালদো। পার্টিতে জেমস রড়রিগেজ, মার্সেলো ও লুকা মদরিচদের সঙ্গে চুটিয়ে আনন্দ করার সঙ্গেই কলম্বিয়ান গায়ক কেভিন রোলডানের সঙ্গে গানও গাইলেন তিনবারের ব্যালন জয়ী ফুটবলার। রাতারাতি রোনালদোর জন্মদিনের পার্টির সেসব ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়েও পড়ে। আর এতেই চটেছেন রিয়াল মাদ্রিদের সমর্থকরা।
রিয়ালের ভালদেবেবাস ট্রে্নিং কমপ্লেক্সের বাইরে বেশ কিছু রোনালদোর সমালোচকরা হাতে বিশাল-বিশাল ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। তাদের ব্যানারে লেখা ছিল ‘ভুয়েস্ত্রা রিসা, নুয়েস্ত্রা ভারগুয়েঞ্জা’। স্প্যানিশ ভাষায় যার মানে ‘তোমার হাসি, আমাদের লজ্জা।’
এ ব্যাপারে রোনালদোর এজেন্ট জানিয়েছেন, ‘কিছুতেই রোনালদোর পক্ষে এই পার্টি পিছানো সম্ভব ছিল না। কারণ রোনালদোর পরিবার ও বন্ধুরা ইতিমধ্যেই মাদ্রিদে চলে এসেছিল। আর এই হারে ও অনেকটাই ভেঙে পড়েছিল। সে চাইনি ছবিগুলি বাইরে আসুক। কারণ ব্যাপারটা খুবই ব্যাক্তিগত ছিল। পুরো ঘটনায় রোনালদো যথেষ্ট হতাশ হয়েছে। মানুষের ওর পাশে থাকা উচিৎ। ও বিশ্বের সেরা পেশাদার। সবাই ওকে অনুকরণ করে। রোনাল্ডো বাকিদের কাছে দৃষ্টান্ত।’
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৫/মাহবুব