অধিনায়ক মিসবাহ্-উল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। কাল প্রথমে ব্যাট করে গ্যারি ব্যালান্স এবং জো রুটের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৫০ রান করে ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। কিন্তু মিসবাহ ও উমর আকমলের ১৩৩ রানের জুটিতে ভর করে ৭ বল বাকি থাকতেই জিতে যায় তারা। অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছেন মিসবাহ। আকমল করেছেন ৬৫ রান। ইংলিশ বোলার ব্রড ও অ্যান্ডারসন একটি করে উইকেট পেয়েছেন।
শ্রীলঙ্কার হার
বিশ্বকাপ শুরুর আগেই অঘটনের শিকার হয়েছে এশিয়ার ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কা। কাল প্রস্তুতি ম্যাচে তারা জিম্বাবুয়ের কাছে হেরে গেছে ৭ উইকেটে। বোলারদের ব্যর্থতার কারণেই লঙ্কানদের এই ভরাডুবি। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৯ জন বোলার ব্যবহার করেও হার এড়াতে পারেননি। প্রথমে ব্যাট করে জীবন মেন্ডিস ও করুণারত্নের হাফ সেঞ্চুরিতে ২৭৯ রান করেন লঙ্কানরা। লক্ষ্য তাড়া করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরি এবং টেলর ও উইলিয়ামসের হাফ সেঞ্চুরিতে মাত্র ৩ উইকেট হারিয়েই জিতে যায় জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে হারটা লঙ্কানদের কৌশলের অংশও হতে পারে। কেননা কাল দলে থাকলেও দিলশান ও ম্যাথুস ব্যাটিং করেননি। তবে এই জয়টা যে জিম্বাবুইয়ানদের আত্দবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে, তা তো বলার অপেক্ষা রাখে না।
ক্লার্কের ব্যাটে রান
প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে যে অস্ট্রেলিয়া জয়ে পাবে সেটা জানা কথা। কিন্তু এই ম্যাচটি ছিল অধিনায়ক মাইকেল ক্লার্কের জন্য একটা পরীক্ষা। আর সে পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন
তিনি। ওপেনিংয়ে নেমে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। হাফ সেঞ্চুরি করেছেন ফিঞ্চ এবং স্টিভেন স্মিথও। রান পেয়েছেন টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানই। কাল প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ৩০৪ রান করে অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের পর অসি বোলাররাও তাদের কাজটা সঠিকভাবেই করেছেন। আমিরাতকে মাত্র ১১৬ রানেই অলআউট করে দিয়েছেন। ১৮৮ রানের বিশাল এক জয় পায় অসিরা।
বিধ্বস্ত প্রোটিয়ারা
এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক নিউজিল্যান্ডও টপ ফেবারিট। তাই দুই দলের প্রস্তুতি ম্যাচটা ছিল মহাগুরুত্বপূর্ণ। কিন্তু এমন একটি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না প্রোটিয়ারা।
কাল তারা হেরে যায় ১৩৪ রানের বড় ব্যবধানে। কাল প্রথমে ব্যাটিং করে ম্যাককালাম এবং উইলিয়ামসনের হাফ সেঞ্চুরিতে ৩৩১ রান করে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। হাফ সেঞ্চুরি করেছেন জেপি ডুমিনি ও ভারনন ফিলান্ডার। এই দুই ব্যাটসম্যানরা ছাড়া বাকিরা কেউ দাঁড়াতেই পারেনি কিউই বোলারদের সামনে। ট্রেন্ড বোল্ট ৫১ রানে নিয়েছেন ৫ উইকেট।