অনেক দিন পর ফুটবলে গ্যালারিতে দর্শক ফিরেছে। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের প্রতিটি ম্যাচে গ্যালারি ভরপুর ছিল। টুর্নামেন্টে টিকিট বিক্রি হয়েছে ৪২ লাখ টাকা। সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ ও মালয়েশিয়ার উদ্বোধনী ম্যাচে ৭ লাখ টাকা টিকিট বিক্রি হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে সর্বোচ্চ ১২ লাখ ৪০ হাজার টাকার টিকিট বিক্রি হয়। আসলে গ্রুপ পর্ব ম্যাচে সাধারণ গ্যালারি ৫০ ও ভিআইপি টিকিটের মুল্য ছিল ৮০ টাকা। দুটো সেমিফাইনাল ও ফাইনালে টিকিটের দাম ছিল সাধারণ গ্যালারি ৫০ ও ভিআইপি ১৫০ টাকা। এত টাকায় টিকিট বিক্রি হওয়ায় বাফুফের কর্মকর্তারা সন্তুষ্ট। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ ভালো খেলাতে ফুটবলে নতুন প্রাণ ফিরেছে। বাফুফে আশা করছে লোকাল ফুটবলেও দর্শকের সমাগম হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপে ঢাকায় টিকিট বিক্রি হয়েছে সাড়ে ২৪ লাখ টাকা। আর্জেন্টিনা ও নাইজেরিয়া প্রীতি ম্যাচ ছাড়া ঢাকায় কোনো আসরে এত টাকার টিকিট বিক্রি হয়নি।