বিশ্বকাপের শুরু হওয়ার আগে আবারও হতাশ করলো বাংলাদেশ। দু'টি আন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের পাশাপাশি হেরেছে ২ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচও। ফলে জয়ের কোনো সুবাতাস নিয়ে শুরু করতে পারছেনা টাইগাররা তাদের বহুল কাক্ষিত বিশ্বকাপ মিশন।
বৃহস্পতিবার সিডনির ব্লাক টাউন অলিম্পিক পার্ক ওভালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে পরাজিত বাংলাদেশ। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৯০ রানের টার্গেট আইরিশরা টপকে গেছে মাত্র ৪৬.৫ ওভারে।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে জন মুনি ও ম্যাক সোর্নসেনের তোপে ৪৮.২ ওভারে মাত্র ১৮৯ রানে অলআউট হয় মাশরাফি বাহিনী। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন মুশফিকুর রহিম। এনামুল হক ২৫, সাব্বির রহমান ২০ ও মাশরাফি মুর্তজা ২২ রান করেন।
এছাড়া তামিম ইকবাল ৪, মুমিনুল হক ৮, সাকিব আল হাসান ৮ ও নাসির হোসেন ৬ রান করে আউট হন। এদিন খেলতে নামেননি মাহমুদুল্লাহ রিয়াদ। আইরিশদের পক্ষে ৩টি করে উইকেট নেন মুনি ও সোরেনসেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও ৪৬.৫ ওভারে জয়ের লক্ষে পৌছে যায় আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন অ্যানডি বালবিরনি। এছাড়া, অ্যাড জয়েস ৪৩, অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ২৪, কেভিন ও ব্রেইন ২৩ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ২ উইকেট লাভ করেন। এছাড়া, আল আমিন, তাসকিন আহমেদ, সাকিব অল হাসান ও নাসির হোসেন একটি করে উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব