২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের বল মাঠে গড়াতে বাকি এখনো দু'দিন। তবে তার আগে বর্ণিল উদ্বোধনীতে পর্দা উঠল ১১তম ক্রিকেট বিশ্বকাপের।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় উদ্বোধন করা হয় ক্রিকেট বিশ্বকাপ ২০১৫। একই সময়ে দুই আয়োজক দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চলছে উদ্বোধনী অনুষ্ঠানটি। অস্ট্রেলিয়ার উদ্বোধনী অনুষ্ঠানটি চলছে মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে। অন্যদিকে, নিউজিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানটির ভেন্যু ক্রাইস্টচার্চ।
সর্বশেষ ১৯৯২ সালে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২৩ বছর পর আবার যৌথভাবে এই আসরের আয়োজন করতে পারায় উদ্বোধনী অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টা কোনো কমতি নেই এই দুই আয়োজক দেশের। বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তদের মন জয় করে নিতে জমকালো ও আকর্ষণীয় সব পারফরমন্সই চলছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব