আগামীকাল মাঠে গড়াচ্ছে ১১তম বিশ্বকাপ ক্রিকেটের আসর। এ উপলক্ষে বিশ্বজুড়ে উন্মাদনা বিরাজ করছে।
গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় 'বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক, কর্মকর্তা, ক্রিকেটার ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। গোলটেবিল বৈঠকের চুম্বকাংশ তুলে ধরেছেন- মেজবাহ-উল-হক ও রাশেদুর রহমান ছবি : রোহেত রাজীব