বাংলাদেশ পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে গেছে। তবে এই পথচলা এতটা সহজ ছিল না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে আমাদের জানতে হবে। অনেক শ্রমের বিনিময়ে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠা পেয়েছি। স্বাধীনতার পর ক্রিকেট সৈনিকরা নিজেদের সর্বস্ব দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে প্রতিষ্ঠিত করেছেন। এই গৌরব বোধ যখন একজন ক্রিকেটারের মধ্যে আসবে তখনই দুর্বার গতিতে এগিয়ে চলার প্রেরণা পাবে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলেই আমি আশা করি। তবে এখানেই আমাদের থেমে গেলে চলবে না। দেশীয় ক্রিকেট নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। সেই সঙ্গে ক্রিকেটারদের সম্মান করতে শিখতে হবে। ক্রিকেটাররা আমাদের জাতীয় বীর। যে জাতি বীরদের সম্মান করতে জানে না সে জাতি বীরদের জন্মও দিতে পারে না।