বিশ্বকাপে জয়-পরাজয় নিয়ে ভাবছি না আমি। আমাদেরকে সেরা দলটা সাজাতে হবে আগে। এখন ভাবতে হবে ফাস্ট বোলার আর স্পিনার কতজন করে থাকবে দলে। অস্ট্রেলিয়ায় আমাদের জন্য খেলা কঠিন হবে। এটা একটা লম্বা টুর্নামেন্ট। এখানে ভালো খেলার পাশাপাশি ক্রিকেটারদের ফিটনেসও ধরে রাখতে হবে। লম্বা জার্নির পর ভালো খেলার মানসিকতা গড়ে তুলতে হবে। কারণ একটা ম্যাচ অস্ট্রেলিয়ায় খেললে আরেকটা খেলতে হবে নিউজিল্যান্ডে। এখানে ফিটনেস হারালে ভালো করার আশা বাদ দিতে হবে। আশা করি আমরা দ্বিতীয় রাউন্ডে খেলতে পারব। তবে দল ভালো না করলেও আমরা সব সময়ই দলের পাশে থাকব। ভালো সময়ে যেমন দলকে সমর্থন দেব, ঠিক তেমনি খারাপ সময়েও আমাদের পূর্ণ সমর্থন থাকবে দলের প্রতি।