আমাদের প্রত্যাশা থাকতে হবে বাস্তবসম্মত। শুধু তো আশা করলেই হবে না, দেখতে হবে আমাদের র্যাঙ্কিং কত। তাছাড়া কন্ডিশনও অনুকূলে নয়। তার পরেও আমি আশা করি বাংলাদেশ ভালো খেলুক। ৯ জন ক্রিকেটারের বিশ্বকাপ অভিষেক হচ্ছে এবার। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, ১৯৯৯ বিশ্বকাপে আমাদের পুরো দলটাই তো নতুন ছিল। তার পরেও আমরা পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়েছিলাম। অনেকে বলেন, আমাদের ছেলেরা বাউন্সি উইকেটে খেলতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। তাছাড়া যাদের নতুন বলা হচ্ছে, তাদের অনেকেরই অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এনামুল, মুুমিনুলরা তো খেলেছে। তাছাড়া উইকেট নিয়ে আগে থেকে কিছু বলা যায় না। দুই বছর আগে যেমন ছিল এখন তেমন নাও হতে পারে। উইকেট সব সময় পরিবর্তন হয়। তাই এ বিষয় নিয়ে ভেবে লাভ নেই। আশা করছি প্রথম ম্যাচে যাতে ভালো হয়। কেননা শুরুটা ভালো হলে পরের দিকেও ভালো হওয়ার সম্ভাবনা থাকে।