আমি লেখক হলেও খেলার প্রতি নিখাদ ভালোবাসা আছে। আমাদের দল যখন মাঠে খেলে তখন আমরা ১৬ কোটি মানুষও সেই খেলায় অংশ নিই। মুক্তিযুদ্ধে যেমন কেবল মুক্তিযোদ্ধারাই অংশ নেননি সেখানে সাধারণ মানুষের অবদানও ছিল অনেক। একজন মুক্তিযোদ্ধার ক্ষুধা নিবারণ করতে গিয়ে কত মানুষ না খেয়ে দিন কাটিয়েছে। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছে সাধারণ মানুষ। যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়নি তারাও মুক্তিযোদ্ধা। তেমনি প্রত্যক্ষভাবে আমরা না খেললেও এই খেলার অংশীদার বাংলাদেশের সবাই। ক্রিকেটে আমরা অনেক দলকেই সমর্থন করি। কেউ ভারত, কেউ পাকিস্তান কেউবা অস্ট্রেলিয়া। কিন্তু যখনই বাংলাদেশ কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলে আমরা একটা দলকেই সমর্থন করি। আর সেই দল বাংলাদেশ। স্বাধীনতার পর ৪৪ বছরে আমাদের সেরা অর্জন ক্রিকেট। ক্রিকেটকে ঘিরেই সব ভেদাভেদ ভুলে আমরা ঐক্যের জয়গান গাই। দলের ১১ জন ক্রিকেটারকে নিয়েই আমরা গর্ববোধ করি। যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপে দল খেলছে, যে স্বপ্ন আমরা দেখি, আশা করি সেই স্বপ্ন সত্যি হবে। আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।