আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারাই বাংলাদেশের ক্রিকেটকে বদলে দিয়েছেন। আপনাদের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে। রকিবুল হাসান আর শফিকুল হক হীরাদের হাত ধরে পথ চলতে শুরু করেছিল ক্রিকেট। এর পর মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশাররা ক্রিকেটকে এগিয়ে দিয়েছেন। বর্তমান দলের যে সফলতা তা আপনাদেরই শ্রমের ফসল। আজ বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের নাম উজ্জ্বল করছেন। ব্রিটেনের হাউস অব কমন্সে সাতজন বাংলাদেশি সদস্য রয়েছেন। আমাদের উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অনেক জায়গা রয়েছে। ক্রিকেট আমাদের এনে দিয়েছে নতুন পরিচয়। এই পরিচয়কে ধারণ করতে হবে ঐক্যবদ্ধভাবে। এভাবেই একদিন নতুন বাংলাদেশ গড়ে উঠবে। জয় করতে হবে কঠিনকে। বাংলাদেশের ক্রিকেট আজ এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত। এখানে এসে সবাই দলমতের পার্থক্য ভুলে ঐক্যের জয়গান গেয়ে ওঠে। ক্রিকেটকে আরও এগিয়ে নিতে একে রাজনীতিমুক্ত রাখতে হবে। ক্রিকেটকে ঘিরেই একদিন পজেটিভ বাংলাদেশ গড়ে উঠবে। 'বিশ্বকাপে বাংলাদেশ' গোলটেবিল আলোচনায় যারা অংশ নিয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ প্রতিদিন এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।