আমার সৌভাগ্য হয়েছে দুটি বিশ্বকাপ খেলার। ২০০৩ বিশ্বকাপের কথা আমি মনে রাখতে চাই না। ওই আসরে কোনো কিছুই একসঙ্গে কাজ করেনি। ২০০৭ বিশ্বকাপে আমরা দ্বিতীয় রাউন্ডে উঠেছিলাম। বিশ্বকাপে সমর্থকদের চাওয়া থাকে অনেক বেশি। এবারের দল অনেক ভালো হয়েছে। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে দলে নতুন কিছু ক্রিকেটার রয়েছে। অস্ট্রেলিয়ায় আমাদের ভালো করার সুযোগ আছে। শুধু আফগানিস্তান ও স্কটল্যান্ডকে টার্গেট করা ঠিক হবে না। অন্য দলগুলোকে হারানোর সামর্থ্য আমাদের আছে। যদিও ব্যাপারটা অনেক কঠিন, তার পরেও আমি আশাবাদী।