আমার কাছে কেন যেন এখন ক্রিকেট বিশ্বকাপের মজা অনেকটা নষ্ট হয়েছে। এখন প্রতি বছরই বিশ্বকাপ হওয়ায় এর মজা কম পাই। এই টি-২০ বিশ্বকাপ, আবার ওয়ানডে বিশ্বকাপ। আগে চার বছর অন্তর অন্তর বিশ্বকাপ হতো, অনেক উৎসাহ-উদ্দীপনা থাকত, যেমন ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা আলাদা মজা পায় সবাই। ফুটবল বিশ্বকাপের সময় সবাই কেমন উত্তেজনায় ছিল। সে যাই হোক, আমাদের দল অস্ট্রেলিয়া গেছে। কিন্তু অস্ট্রেলিয়ার কন্ডিশন আমাদের জন্য খুব ভালো হবে না। তার পরেও আশা করি, বাংলাদেশ ভালো করবে। ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কন্ডিশনেই পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল। যদিও সেই দলে পাঁচজন কিংবদন্তি ক্রিকেটার খেলেছিলেন। আমাদের গেম প্ল্যান ভালো হলে আমরাও ভালো করব। বিশেষ করে ২০ থেকে ৪০ ওভার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমাদের দলটা নেতিবাচক দিকগুলো দূর করতে পারবে বলেই বিশ্বাস করি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মবিশ্বাসী হয়ে খেললে দল ভালো করবে। একটা কথা কি, যখন ১১ জন খেলোয়াড় একসঙ্গে বিশ্বাস করে আমাদের ভালো করতে হবে, তখন ভালো কিছু হতে বাধ্য।