১৯৯৯ বিশ্বকাপের দলটা ছিল সবচেয়ে ভালো দল। যদিও সবাই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেছে। কিন্তু ঘরোয়া লিগের পরীক্ষিত ক্রিকেটাররাই সেই দলে ছিলেন। ২০০৩ বিশ্বকাপটা খুবই বাজে হয়েছে। ২০০৭ বিশ্বকাপের দলটা ছিল অসাধারণ। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণ ক্রিকেটারদের দারুণ সম্মিলন। এবারের দলটাও অনেক ভালো হয়েছে। দলে আরও অভিজ্ঞ ক্রিকেটার থাকলে ভালো হতো। এই দলে ৯ জন ক্রিকেটার নতুন। তাদের পক্ষে অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে সেট হওয়া কঠিন। তবে আমি আশাবাদী এই দলে সাকিব, মাশরাফি, মুশফিক, তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছেন। তারা ভালো করলে বাংলাদেশ ভালো করতে পারে। আমি মনে করি, ১৫ সদস্যের একটা দলে অন্তত ১০ জন এমন ক্রিকেটার থাকা উচিত যাদের কমপক্ষে ১০০-এর উপরে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।