সময়োপযোগী এ উদ্যোগের জন্য বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ। বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাচ্ছে পঞ্চমবারের মতো। আমরা ২০০৭ বিশ্বকাপেই সবচেয়ে ভালো ক্রিকেট খেলেছিলাম। সেবার দ্বিতীয় রাউন্ডে খেলেছিলাম আমরা। সাকিব-তামিম-আশরাফুলরা হাবিবুল বাশারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল দ্রুত। তবে পরবর্তীতে এগিয়ে যাওয়ার এ ধারায় অনেক ছেদ পড়েছে। আট বছর পর মনে হয় বাংলাদেশের ক্রিকেট একই বিন্দুতে দাঁড়িয়ে আছে। তবে এটা স্বীকার করতে হবে এই একটা স্থানে এসেই আমরা সবাই ভেদাভেদ ভুলে এক হয়ে যাই। এখানে বিএনপি কিংবা আওয়ামী লীগ বলে কোনো পার্থক্য থাকে না। ক্রিকেট বাংলাদেশের কাছে অনুপ্রেরণার এক অফুরান উৎস। আশা করি এবারের বিশ্বকাপে বাংলাদেশ মাশরাফির নেতৃত্বে অনেক ভালো করবে। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তবে কোনো দলকেই খাটো করে দেখার উপায় নেই। এমনকি স্কটল্যান্ডও অনেক কঠিন দল। আমরা ঐক্যবদ্ধ দল হিসেবে খেলতে পারলে প্রত্যাশা পূরণ হবে। বাংলাদেশের দলের প্রতি শুভ কামনা রইল।