১০ বছর আগে আমাদের ক্রিকেট যে লেবেলে ছিল এখন সেখানে নেই। এখন প্রতিটি দলই সমপর্যায়ের। যে কেউ যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। দেখুন যে জিম্বাবুয়ে আমাদের এখানে হেরে গেল সেই দলই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে। যদিও কন্ডিশন আমাদের অনুকূলে নয়, তার পরেও আমি মনে করি, বাংলাদেশ অনেক ভালো করবে। ক্রিকেটাররা ভালো খেলুক, এটাই তো চাই। সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো করবে বিশ্বকাপে। তখন আমরা যে কোনো দলকে হারাতে পারব বলে আশা করি। বিশেষ করে আমাদের পরিকল্পনার দিকে জোর দিতে হবে। ভালো পরিকল্পনা হলে সফলতা আসবেই। আর ওয়ানডেতে দিনটা যার ভালো হয় জয় সে-ই পায়।