আজকের এ আয়োজনে আমাকে অতিথি হিসেবে বরণ করায় বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেছে অস্ট্রেলিয়ায়। আমি একজন ক্রিকেটানুরাগী হিসেবে বলতে পারি, কেবল ১৫ জন ক্রিকেটার সেখানে খেলবেন না, বাংলাদেশের সবাই এই খেলায় অংশ নেবে। কেউ মন দিয়ে কেউ মস্তিষ্ক দিয়ে। দল যখন ক্রিকেট খেলে বাংলাদেশের ১৬ কোটি মানুষও তাদের সঙ্গে খেলে। এই খেলা আমাদের কাছে ঈদের মতোই আনন্দ বয়ে আনে। দলমত নির্বিশেষে আমরা এ আনন্দ উপভোগ করি। দল হাসলে একসঙ্গে হাসি। দল কাঁদলে আমরা সবাই একসঙ্গে কাঁদি। ক্রিকেটই আমাদেরকে এক পতাকাতলে এনে দিতে পারে। বিশ্বকাপে দলকে খেলতে হবে আমাদের জন্য, দেশের জন্য। দলকে মনে রাখতে হবে তারা কোটি কোটি দেশবাসীর প্রতিনিধিত্ব করছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলকে ভালো খেলতে হবে। আমি আশা করি এবারের বিশ্বকাপটাই হবে আমাদের জন্য সেরা বিশ্বকাপ। আমরা অতীতের সীমানা পেরিয়ে যেতে পারব এবার। আমাদের এ আশা পূরণ করবেন ১১ জন ক্রিকেটার।