আমি ক্রিকেটের ব্যাকরণগত ব্যাখ্যা দিতে পারব না। তবে ক্রিকেটের একজন ভক্ত হিসেবে বলতে পারি, আমরা বাংলাদেশের মানুষেরা এই খেলাকে প্রচণ্ড ভালোবাসি। যখন খেলা হয় তখন আমরা শোবিজের মানুষেরা শুটিং বন্ধ করে খেলা দেখি। বাংলাদেশ পঞ্চম বিশ্বকাপ খেলতে গেছে অস্ট্রেলিয়ায়। এই দল আমাদের স্বপ্ন পূরণ করবে বলেই আশা করি। ভিন্ন কন্ডিশনে খেললেও নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে জয় উপহার দেবেন আমাদের। বাংলাদেশ দলকে শুভাশিষ জানাই আমি। তাদের জন্য রইল শুভ কামনা। বিশেষ করে আমি মুশফিকুর রহিমকে অভিনন্দন জানাতে চাই। তিনি এবং আমি বগুড়ায় একই পাড়ার বাসিন্দা। আশা করি তিনি আমাদের আরও বেশি গর্বিত করবেন। কেবল মুশফিকুর রহিমকেই নয়, বাকিদেরও অভিনন্দন জানাই। সবাই চমৎকার এক বিশ্বকাপ উপহার দেবেন আমাদের, এ প্রত্যাশাই করি। যেদিন তারা দেশে ফিরবেন, সেদিন যেন বীরের বেশেই ফিরে আসেন। আমরা তাদের মালা দিয়ে বরণ করার অপেক্ষায় থাকব। আশা করি আমাদের এ আশা পূরণ হবে।