চুক্তিবদ্ধ ভারতীয় সব ক্রিকেটারদেরকে তাদের অর্জিত অর্থের লগ্নি সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। সেইসঙ্গে বোর্ডকে নিশ্চয়তা দিতে হবে যে স্বার্থের দ্বন্দ্বের সঙ্গে সংশ্লিষ্ট কোন কিছুর সঙ্গে তারা জড়িত নয়। বিসিসিআই'র সুনাম অক্ষুণ্ন রাখতেই এর পরিচালনায় স্বচ্ছতা আনার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এ সংক্রান্ত একটি নির্দেশনা ইতোমধ্যে বোর্ডের পক্ষ থেকে তাদের ক্রিকেটারকে প্রদান করা হয়েছে। বিসিসিঅাই'র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মেইল টুডে'কে একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'এ স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত বিচারপতি লোধা কমিটির সাম্প্রাতিক সুপারিশের পরপরই বোর্ডের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। লোধা কমিটি সম্প্রতি তাদের রায়ে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে চেন্নাই সুপার কিংস'র মালিক গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের সহ-মালিক রাজ কুন্দ্রাকে আজীবন ক্রিকেট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। সেইসঙ্গে অাইপিএল'র এই দল দুটিকে আগামী দুই বছরের জন্য টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে।
বিসিসিআই'র ওই কর্মকর্তা বলেন, 'মাহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে কোহলি পর্যন্ত বোর্ডের টায়ার থ্রি গ্রেড সিস্টেমের অন্তর্ভুক্ত প্রত্যেক ও প্রতিটি ব্যক্তিকে প্রকাশ করতে হবে যে ঠিক কোথায় তারা তাদের অর্জিত অর্থ লগ্নি করেছেন এবং স্বার্থের দ্বন্দ্ব ঘটে এমন কোনো ঘটনা আছে কিনা।'
ওই কর্মকর্তা আরো বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে বোর্ডের জেরো টলারেন্স নীতি থাকায় শুধু ভারতীয় ক্রিকেটারটাই নয়, সেইসঙ্গে বোর্ডের কর্মকর্তাদেরও নজরদারির আওতায় আনা হচ্ছে। ব্যবসায়ীক কর্মকাণ্ড সম্পর্কে তাদের বোর্ডকে অবহিত করতে হবে এবং এ বিষয়ে অঙ্গীকারনামা করতে হবে।
এদিকে, বিসিসিআই'র প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া শুক্রবার নিজে নতুন সিদ্ধান্ত সম্পর্কে কথা বলেছেন। বোর্ডে স্বচ্ছতা আনয়ন করে এর কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করাই এর উদ্দেশ্য বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৫ জুলাই ২০১৫/শরীফ