গল টেস্টে মাত্র ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলার শুরুতেই হারের শঙ্কায় পড়েছে বিরাট কোহলির ভারত। শেষ খবর পর্যন্ত ভারত ৭ উইকেট হারিয়ে ৭৬ রান রান তুলেছে। ফলে এই টেস্টে পরাজয় এড়ানোর এখনো তাদের দরকার আরো একশ' রান। অথচ হাতে আছে মাত্র ৩ উইকেট। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই টেস্টে ভারতের হার এখন সময়ের ব্যাপার মাত্র। শিখর ধাওয়ান ছাড়া ভারতের শীর্ষসারির ব্যাটসম্যানদের আর কেউই বড় রানের দেখা পায়নি। বিরাট কোহলি মাত্র ৩ রান, রোহিত শর্মা ৪ রান, কেএল রাহুল ৭ রান, ঋদ্ধিমান সাহা ২ রান ও ইশান্ত শর্মা ১০ রান করে সাজঘরে ফিরে গেছেন। এখন ক্রিজে আছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও মিডল-অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। এ দু'জন ছাড়া আর আছেন দুই বোলার অমিত মিশ্র ও ভি আর অ্যারন।
গল টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রান সংগ্রহ করে। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল ছাড়া আর কেউই তেমন রান করতে পারেনি। ম্যাথুস দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান আর চান্দিমাল ৫৯ রান করেন। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৭৫ রান সংগ্রহ করে। কোহলি ও শিখর ধাওয়ানের সেঞ্চুরির উপর ভর করে ভারত এ স্কোর গড়তে সক্ষম হয়। শিখর ১৩৪ রান করেন ও কোহলির সংগ্রহ ছিল ১০৩ রান। ফলে ১৯২ রানে পিছিয়ে থেকেও শ্রীলংকা তাদের দ্বিতীয় ইনিংসে দিনেশ চান্দিমালের ক্যারিয়ার সেরা ১৬২ রানের উপর ভর করে ৩৬৭ রান সংগ্রহ করে। ফলে গল টেস্টে জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় মাত্র ১৭৬ রান। হাতে ছিল পুরো দুইদিন।
গতকালের ১ উইকেটে ২৩ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। অথচ চতুর্থ দিনের খেলার শুরুতেই ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রঙ্গনা হেরাথের বিধ্বংসী বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ফলে এই টেস্টে সফরকারীদের হার এখন স্রেফ সময়ের ব্যাপার মনে হচ্ছে। হেরাথ ৩২ রান দিয়ে এখন পর্যন্ত ভারতের দ্বিতীয় ইনিংসের ৫টি উইকেট নিয়েছেন। আর কুশাল নিয়েছেন ২টি উইকেট।
উল্লেখ্য, ভারত ও শ্রীলংকা মোট ৩টি টেস্ট ম্যাচ খেলবে। কুমার সাঙ্গাকারা দ্বিতীয় টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। ২০ অাগস্ট থেকে কলম্বোর পি সারা ওভালে শুরু হবে এই টেস্ট। আর ২৮ আগস্ট থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরু হবে তৃতীয় ও সর্বশেষ টেস্ট।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট ২০১৫/শরীফ