বিলবাওয়ের স্যান মেমেস ব্যারিয়ায় বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল বাস্ক ক্লাব অ্যাথলেটিক। অথচ কাতালান এই দলটাতে এক নেইমার ছাড়া বাকি সবাই ছিলেন। স্প্যানিশ সুপার কাপ জয়ের যে মিশন নিয়ে ঘর ছেড়েছিলেন লুইস এনরিকে তা আপাতত ব্যর্থই হলো। কাতালানদের বছরের পঞ্চম শিরোপা জয় করতে হলে দ্বিতীয় লেগে একটা অসাধ্য সাধনই করতে হবে ন্যু ক্যাম্পে। শুক্রবার স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ৪-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। এ জয়ে অ্যাথলেটিক বিলবাও দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল। বার্সেলোনাকে ট্রফি ঘরে তুলতে হলে ন্যু ক্যাম্পে অন্তত ৫-০ গোলে জিততে হবে। ১৭ আগস্ট ন্যু ক্যাম্প লেগে মুখোমুখি হচ্ছে দুই দল।
বাস্ক এলাকায় খেলতে গিয়ে যেন বার্সেলোনা অসহায় হয়ে পড়েছিল। একের পর এক দুর্দান্ত সব আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল কাতালানদের ডিফেন্স লাইন। আর মেসি-সুয়ারেজ-পেদ্রোদের নিয়ে সাজানো বার্সার আক্রমণভাগও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল অ্যাথলেটিকের ডিফেন্স লাইনের কাছে। সবমিলিয়েই ব্যর্থ বার্সেলোনা। অ্যাথলেটিকের দুই স্প্যানিয়ার্ডের কাছেই বিধস্ত হলো এনরিকের শিষ্যরা। স্যান হোসে ম্যাচের ১৩ মিনিটে গোল করেই অ্যাথলেটিককে এগিয়ে দিয়েছিলেন। এরপর এক দুর্দান্ত হ্যাটট্রিক করেন স্প্যানিশ স্ট্রাইকার আদুরিজ। তিনি ৫৩, ৬২ ও ৬৮ মিনিটে গোল করেন। এ পরাজয়ের সব দায়ভার অবশ্য কাঁধে তুলে নিয়েছেন কোচ লুইস এনরিকে। তিনি ম্যাচের পর বলেছেন, 'এই পরাজয়ের জন্য আপনারা আমাকে দায়ী করতে পারেন।' এর কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি। দলে অনেক পরিবর্তন এনেছিলেন অ্যাথলেটিকের বিপক্ষে। এর উদ্দেশ্য ছিল লা লিগা শুরু হওয়ার আগে দলটাকে যাচাই করে নেওয়া। কিন্তু এটা করতে গিয়ে দলকে তিনি এক ভয়ঙ্কর পরাজয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন!