জাতীয় শোক দিবসে দেশের অন্যতম শীর্ষ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র দিনভর কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে বনানী কবরস্থানে ১৯৭৫ সালে ১৫ আগস্ট শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্লাব পরিচালক ও কর্মকর্তারা। ক্লাব ভবনে পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিতরণ করা হয় তবারক। শেখ রাসেলের সহসভাপতি মীর সমির, ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, পরিচালক (স্পোর্টস) সালেহ জামান সেলিম, পরিচালক (অর্থ) আবদুল লতিফ, আবুল কাশেম, শ ম জামান, আলীমুজ্জামান, ওয়াসিউর রহমান, হাবিবুর রহমান, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, হামিদুল হক, জাকির হোসেন, শাহ আলম, কাজী কামরুল, এনায়েত হোসেন মারুফ উপস্থিত থেকে বনানী কবরস্থান ও ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ ছাড়া মাকসুদুর রহমান, মীর মো. শাহাবুদ্দিন টিপু, নওশাদ সেলিম, জাহিদুল হক মিতুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে শেখ জামাল ধানমন্ডি, ঢাকা আবাহনী লিমিটেড, সম্মিলিত ক্রীড়া পরিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করে।