মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগেই শিরোপা নিশ্চিত করেছে। এখন রানার্স আপের উত্তেজনা। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারালেই শেখ রাসেল ক্রীড়া চক্র রানার্স আপ হতো। কিন্তু ড্র করায় সম্ভব হয়নি। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সোয়া চারটায় দ্বিতীয় পর্বের লড়াইয়ে রহমতগঞ্জের বিপক্ষে মুখোমুখি হচ্ছে রাসেল। জিতলে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েই লিগ শেষ করবে জনপ্রিয় দলটি। অবশ্য ১ পয়েন্ট পেলেও চলবে, সেক্ষেত্রে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর ম্যাচ ড্র হতে হবে। কেননা শেখ রাসেল যদি ড্র করে তাদের পয়েন্ট হবে ৪০, অন্যদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ড্র হলে মোহামেডান ৩৮ ও আবাহনীর পয়েন্ট দাঁড়াবে ৩৫। যদিও শেখ জামালের বিপক্ষে আবাহনীর শেষ ম্যাচ বাকি রয়েছে। এ খেলাতে জিতলেও আবাহনীর সংগ্রহ দাঁড়াবে ৩৮ পয়েন্ট। এদিকে আবার মোহামেডান ও আবাহনীও রানার্সআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শেখ রাসেল আজ হেরে যায় তখন আবাহনীকে হারাতে পারলেই মোহামেডান রানার্স আপ হয়ে যাবে। আবাহনী জিতলে অবশ্য রানার্স আপ নিশ্চিত হবে না। ২০ আগস্টও জামালের বিপক্ষে ম্যাচ জিততে হবে। তা না হলে আজ রহমতগঞ্জের কাছে যদি হেরেও যায় রানার্স আপ হবে শেখ রাসেল। সত্যি বলতে কি এবার অনেক দিন পর রানার্স আপ ঘিরে লিগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শেখ রাসেল অবশ্য এত সমীকরণের কথা চিন্তা করছে না। অধিনায়ক মিঠুন বলেছেন, আমাদের ভাবনায় শুধু জয়। দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছিল শেখ রাসেল। কিন্তু বেশ কটি ম্যাচে পয়েন্ট নষ্ট করায় দুভার্গ্যক্রমে শিরোপা জিততে পারেনি। কিছু ম্যাচে আবার পয়েন্ট নষ্ট করেছে রেফারির পক্ষপাতিত্ব বাঁশি। যাক রানার্স আপ হয়ে সম্মানজনক অবস্থানে থেকে লিগ শেষ করতে চায় শেখ রাসেল। শক্তির বিচারে রহমতগঞ্জ দুর্বল প্রতিপক্ষ হলেও ম্যাচটিকে গুরুত্ব দিয়েই মাঠে নামবে শেখ রাসেল। কেননা প্রথমপর্বে রহমতগঞ্জের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট হারিয়ে ছিলেন মিঠুনরা। শেখ রাসেল জিতে গেলে রানার্স আপকে ঘিরে উত্তেজনা শেষ হয়ে যাবে। তারপরও মোহামেডান আবাহনীর ম্যাচে গুরুত্ব থাকবে ঠিকই। তৃতীয় স্থানে থাকতে দুই দল তখন লড়বে। পেশাদার লিগ মাঠে গড়ানোর পর মোহামেডান কখনো চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর আগে অবস্থান করতে পারেনি। এবার সুযোগ এসেছে। তাই ম্যাচ জিততে মরিয়া হয়ে লড়বে সাদাকালোরা। প্রথম পর্বে মোহামেডান ১-০ গোলে জয় পেয়েছিল। প্রতিশোধ নিতে আবাহনীও মরণ কামড় দেবে।
শিরোনাম
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো
- সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড়ের গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি
- শিগগিরই আমাদের সারা বছরের একটা আমলনামা প্রকাশ করব : বিডা চেয়ারম্যান
- ২২তম দিনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান, আজ করবেন বিক্ষোভ
- পা পিছলে ট্রেনের নিচে ব্যক্তি, তবুও বেঁচে গেলেন
- ট্রাম্পের হুমকির কৌশলী জবাব নাইজেরিয়ার
- আসতে পারে ১০ শৈত্যপ্রবাহ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
রানার্স আপের উত্তেজনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর