মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগেই শিরোপা নিশ্চিত করেছে। এখন রানার্স আপের উত্তেজনা। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারালেই শেখ রাসেল ক্রীড়া চক্র রানার্স আপ হতো। কিন্তু ড্র করায় সম্ভব হয়নি। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সোয়া চারটায় দ্বিতীয় পর্বের লড়াইয়ে রহমতগঞ্জের বিপক্ষে মুখোমুখি হচ্ছে রাসেল। জিতলে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েই লিগ শেষ করবে জনপ্রিয় দলটি। অবশ্য ১ পয়েন্ট পেলেও চলবে, সেক্ষেত্রে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর ম্যাচ ড্র হতে হবে। কেননা শেখ রাসেল যদি ড্র করে তাদের পয়েন্ট হবে ৪০, অন্যদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ড্র হলে মোহামেডান ৩৮ ও আবাহনীর পয়েন্ট দাঁড়াবে ৩৫। যদিও শেখ জামালের বিপক্ষে আবাহনীর শেষ ম্যাচ বাকি রয়েছে। এ খেলাতে জিতলেও আবাহনীর সংগ্রহ দাঁড়াবে ৩৮ পয়েন্ট। এদিকে আবার মোহামেডান ও আবাহনীও রানার্সআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শেখ রাসেল আজ হেরে যায় তখন আবাহনীকে হারাতে পারলেই মোহামেডান রানার্স আপ হয়ে যাবে। আবাহনী জিতলে অবশ্য রানার্স আপ নিশ্চিত হবে না। ২০ আগস্টও জামালের বিপক্ষে ম্যাচ জিততে হবে। তা না হলে আজ রহমতগঞ্জের কাছে যদি হেরেও যায় রানার্স আপ হবে শেখ রাসেল। সত্যি বলতে কি এবার অনেক দিন পর রানার্স আপ ঘিরে লিগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শেখ রাসেল অবশ্য এত সমীকরণের কথা চিন্তা করছে না। অধিনায়ক মিঠুন বলেছেন, আমাদের ভাবনায় শুধু জয়। দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছিল শেখ রাসেল। কিন্তু বেশ কটি ম্যাচে পয়েন্ট নষ্ট করায় দুভার্গ্যক্রমে শিরোপা জিততে পারেনি। কিছু ম্যাচে আবার পয়েন্ট নষ্ট করেছে রেফারির পক্ষপাতিত্ব বাঁশি। যাক রানার্স আপ হয়ে সম্মানজনক অবস্থানে থেকে লিগ শেষ করতে চায় শেখ রাসেল। শক্তির বিচারে রহমতগঞ্জ দুর্বল প্রতিপক্ষ হলেও ম্যাচটিকে গুরুত্ব দিয়েই মাঠে নামবে শেখ রাসেল। কেননা প্রথমপর্বে রহমতগঞ্জের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট হারিয়ে ছিলেন মিঠুনরা। শেখ রাসেল জিতে গেলে রানার্স আপকে ঘিরে উত্তেজনা শেষ হয়ে যাবে। তারপরও মোহামেডান আবাহনীর ম্যাচে গুরুত্ব থাকবে ঠিকই। তৃতীয় স্থানে থাকতে দুই দল তখন লড়বে। পেশাদার লিগ মাঠে গড়ানোর পর মোহামেডান কখনো চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর আগে অবস্থান করতে পারেনি। এবার সুযোগ এসেছে। তাই ম্যাচ জিততে মরিয়া হয়ে লড়বে সাদাকালোরা। প্রথম পর্বে মোহামেডান ১-০ গোলে জয় পেয়েছিল। প্রতিশোধ নিতে আবাহনীও মরণ কামড় দেবে।
শিরোনাম
- শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র্যালি, মানুষের ঢল
- বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতার মৃত্যু, অসুস্থ ১০-১২ জন
- জাবিতে স্বৈরাচার পতন দিবস উদযাপন: আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
- সীমান্ত এলাকায় ছুরিকাঘাতে নিহত দোকানদার, আটক ১
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র্যালি
- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
- সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
- বিনিয়োগে ওয়েট অ্যান্ড সির বছর পার
- গণ-অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে : সাইফুল হক
- প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন
- মাগুরায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- দীর্ঘ ১৭ বছর আন্দোলনের ফসল নির্বাচন : শেখ মজিবুর রহমান
- টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত
- খাগড়াছড়িতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- কাহালুতে বিজয় র্যালি ও সমাবেশে জনস্রোত
- কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবর জিয়ারত ও দোয়া
- পটুয়াখালীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মিলন
- শাবিপ্রবিতে হযরত শাহজালাল (রহ.)-এর নামে কর্নার স্থাপন
রানার্স আপের উত্তেজনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর