অধিনায়ক মিসবাহ-উল হকের অপরাজিত ১০২ রানের কল্যাণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ২৮২ রান করেছে স্বাগতিকরা।
এদিন টস জিতে শুরুতে ব্যাটিং নেয় পাকিস্তান। ওপেনিং জুটিতে ৫১ রান তোলার পর মঈন আলীর বলে ফিরে যান মোহাম্মদ হাফিজ। এরপর মাত্র ২ রান করে ফিরে যান আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান শোয়েব মালিক। তৃতীয় উইকেটে আরেক ওপেনার শান মাসুদের সঙ্গে ইউনিস খান ইনিংস বিনির্মাণের চেষ্টা করেছেন। তবে ব্যক্তিগত ৫৪ রান তুলে মাসুদ ফিরে যান। এতে দলীয় ৮৫ রানে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে যায় মিসবাহ বাহিনী।
তবে চাপ কাটাতে দৃঢ়তার সঙ্গে ব্যাট করেছেন অধিনায়ক মিসবাহ। ইউনিসের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৯৩ রান করে চাপ অনেকটা সামলে নেন পাক দলপতি। ব্যক্তিগত ৫৬ রান তুলে ইউনিস ফিরে গেলে আসাদ শফিককে নিয়ে পঞ্চম উইকেটে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন মিসবাহ। এটা মিসবাহর ৯ সেঞ্চরি। ৫ ছক্কা এবং ৮ চারের সাহায্যে তিনি এ রান সংগ্রহ করেন। অপরপ্রান্তে ৪৬ রানে অপরাজিত আছেন গত মাচের সেঞ্চুরিয়ান আসাদ শফিক।
ইংলিশ বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন, মঈন আলী, মার্ক উড ও বেন স্টোকস প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : প্রথম ইনিংস (প্রথম দিনশেষে) : ২৮২/৪, ৯০ ওভার (মিসবাহ ১০২*, ইউনিস ৫৬, মাসুদ ৫৪, শফিক ৪৬*; মার্ক উড ১/২৬, অ্যান্ডারসন ১/৩৩, স্টোকস ১/৪৩ ও মঈন ১/৮২)
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব