দীর্ঘ বিরতির পর জায়গা হয় প্রথম টি-২০ বিশ্বকাপে। ওই টুর্নামেন্টে নজরকাড়া পারফর্মেন্সের পর টানা খেলে চলেছেন বর্তমান পাকিস্তান টেস্ট দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে ধীর গতির ব্যাটিংয়ের কারণে বাদ পড়তে হয়েছে টি-২০ ক্রিকেট থেকে। যদিও বিভিন্ন টি-২০ লিগে এখনো তার পদচারণা লক্ষ্য করা যায়। সেই মিসবাহ কিনা টেস্টে ছক্কার রেকর্ড করে বসলেন।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অপরাজিত ১০২ রানের ইনিংসের পথে ৫টি ছক্কা হাঁকিয়েছেন পাক অধিনায়ক। আর এর মধ্য দিয়ে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে মিসবাহর নাম লেখালেন ধীর গতির ব্যাটিংয়ের জন্য টি-২০ থেকে বাদ পড়া এই ব্যাটসম্যান।
অবশ্য রেকর্ডটা ইউনিস খানের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে। যদিও ইউনিস ৬০টি ছক্কা মেরেছেন ১০৩ ম্যাচে। সেখানে মিসবার ৬০ ছক্কা ঠিক ৬০ ম্যাচে। দুজনে খেলছেন একই সঙ্গে। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ দুজনের সামনেই।
টেস্টে ছক্কার বিশ্ব রেকর্ড থেকে মিসবাহরা অবশ্য ঢের দূরে। ১০০ ছক্কা নিয়ে সেটি অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ৯৮ ছক্কা নিয়ে এই রেকর্ড নিজের করে নেওয়ার অপেক্ষায় আছে ক্রিস গেইল।
পাকিস্তানের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি ছয়
ব্যাটসম্যান ম্যাচ ছয়
মিসবাহ-উল-হক ৬০* ৬০
ইউনিস খান ১০৩* ৬০
ওয়াসিম আকরাম ১০৪ ৫৭
ইমরান খান ৮৮ ৫৫
শহীদ আফ্রিদি ২৭ ৫২
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব