২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে ছিলেন মাঠের বাইরে। কারণ ৪ ম্যাচ আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক নেইমার ফিরেছেন দলে। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ও পেরুর সঙ্গে খেলা আছে ব্রাজিলের। এই দুই ম্যাচ দিয়েই জাতীয় দলে ফিরবেন তিনি।
নেইমারের দলে ফেরায় খুশি কোচ দুঙ্গা। আনন্দ প্রকাশের পাশাপাশি ছিল সতর্কতাও। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ সম্পর্কে দুঙ্গা বলেন, 'আর্জেন্টিনার বিপক্ষে একা কেউ কিছু করতে পারবে না।'
তিনি আরো বলেন, 'আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা সবসময় যুদ্ধের মতো। এটা এমন ম্যাচ যাতে অনেক কিছু লাগে। প্রত্যেক পাস গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচও ভিন্ন কিছু না। আমাদের মনযোগ ধরে রাখতে হবে। নেইমার আমাদের সম্ভাবনা বাড়াচ্ছে।'
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি ১২ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হবে। এর পাঁচদিন পর সালভাদরে পেরুর সঙ্গে খেলবে ব্রাজিল। বাছাই পর্বের প্রথম দু' ম্যাচ শেষে ব্রাজিল লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে। আর আর্জেন্টিনার অবস্থান সপ্তম।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/শরীফ