কলম্বোর পি. সারা ওভালে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১৬৩ রানেই থেমে গেছে। ফলে স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে তারা এখন ৩৭ রানে পিছিয়ে গেছে।
গতকালের ১ উইকেটে ১৭ রান নিয়ে খেলতে নেমে বাকি ৯টি উইকেট হারিয়ে আজ দ্বিতীয় দিনে আর মাত্র ১৪৬ রান যোগ করে সফরকারীরা। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন ক্রেইগ। সফরকারীদের ইনিংসে ধস নামিয়েছেন প্রাসাদ। তিনি ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। দিলরুভান নিয়েছেন ৩টি আর মিলিন্ডা নিয়েছেন ২টি উইকেট নিয়েছেন। আর হেরাথ নিয়েছেন ১টি উইকেট।
এদিকে, ওভাল টেস্টের গতকাল প্রথম দিনে স্বাগতিকরা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২০০ রান সংগ্রহ করে। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
উল্লেখ্য, ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলংকা।
বিডি/২৩ অক্টোবর ২০১৫/শরীফ