ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করায় ফাফ ডু প্লেসিসের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদামবারাম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫তম ওভার চলাকালে এ ঘটনা ঘটে। এসময় ভারতের স্পিনার অক্ষর প্যাটেলের বলে ডু প্লেসিসকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার। আর আম্পায়ার আউট দেওয়ার পর ডানহাত ওপরে তুলে বিরক্তি প্রকাশ করেন ডু প্লেসিস।
আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করেছেন ডু প্লেসিস। তাই তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি ক্রিস বোর্ডের কাছে শাস্তি মেনে নিয়েছেন ডু প্লেসিস।
উল্লেখ্য, গতকালের ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় ফিরেছে ভারত।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব