টেস্ট ক্যারিয়ারে ৩১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের ইউনিস খান। দুবাইয়ে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে রবিবার এই সেঞ্চুরি পূর্ণ করেছেন আগের দিন ৭১ রান নিয়ে অপরাজিত থাকা অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
দুবাই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিয়েছেন ইউনিস খান ও অধিনায়ক মিসবাহ-উল-হক। আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা মিসবাহ অবশ্য রবিবার আর কোনো রান করতে পারেননি। তবে ইউনিস ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন ইউনিস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১২ রান নিয়ে ব্যাট করছেন ইউনিস। অপরপ্রান্তে ৪৩ রানে অপরাজিত আছেন আসাদ শফিক। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানিদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩১১ রান। ইতোমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তারা ৪৪৭ রানের লিড নিয়েছে।
পাকিস্তানের পক্ষে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি ও রানের মালিক ইউনিস শনিবার এক অনন্য মাইলফলক ছুঁয়ে ছিলেন। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৫/মাহবুব