মুম্বাইয়ে সিরিজ নির্ধারণী শেষ একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম ১৫ ওভারেই মাত্র ১টি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ওপেনার কুইন্টন ডে কক ৪৯ বলে ইতোমধ্যে অর্ধশতক পূর্ণ করেছেন। তার সঙ্গে ২০ রান নিয়ে আছেন ওয়ানডাউনে নামা পাফ ডু প্লুসিস। আরেক ওপেনার হাশিম আমলা ২৩ রান করে মোহিত শর্মার বলে অাউট হয়ে ফিরে গেছেন। শেষ খবর পর্যন্ত ১৬ ওভার ৪ বলে আর কোনো উইকেট না হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। খবর ক্রিকোইনফোর
পাঁচ ম্যাচ ওডিআই সিরিজটি এখন ২-২ এ সমতায় রয়েছে। চেন্নাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ ওডিআইয়ে বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরির উপর ভর করে ভারত ৩৫ রানের জয় পায়। ফলে ২-২ এ সমতায় ফিরে স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/শরীফ