সেলিব্রেশনের আমেজ অটুট থাকল না বিরাট কোহলির। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ও সেঞ্চুরিকে সেলিব্রেট করেছিলেন তাঁর লেডি লাভের সঙ্গে। ম্যাচ জেতার পরের দিনই আনুশকার সঙ্গে করেন লাঞ্চ ডেট। তবে, কাজে দিল না সেই বাড়তি অনুপ্রেরণা। রবিবার এবি ডিভিলিয়ার্সের দলের বিশাল স্কোরবোর্ডকে তাড়া করতে নেমে, মাত্র সাত রানেই ফিরতে হল বিরাটকে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 'বিরাট' সেঞ্চুরি হাঁকানোর পরদিনই অানুশকাকে নিয়ে সেলিব্রেশনের মুডে ধরা দিলেন ভারতীয় ক্রিকেটের সহ অধিনায়ক বিরাট কোহলি। কোনো আড়াল-আবডাল বা রাখ-ঢাক না করেই মুম্বাইয়ের রেস্তরাঁয় লাঞ্চ সারলেন এই যুবা কাপল। কালো টি-শার্ট ও জিনসে বিরাট আর সাদা টপ ও জিনসে আনুশকা ছিলেন একেবারে সাদামাটা বেশে। তাদের সঙ্গে ছিলেন বিরাটের হবু শ্বশুরমশাই কলোনেল অজয় কুমার শর্মাও।
ছবিতে ধরা পড়েছে, গাড়ির পেছনের আসনে বসেছেন এই লাভ বার্ড আর সামনে চালকের পাশের আসনে বসেছিলেন আনুশকার বাবা। মনে করা হচ্ছে, খেলার ব্যস্ততার পাশাপাশি ফিউচার প্ল্যানিং কিছুটা সেরে নিতেই এভাবে একটু আলাদা সময় কাটালেন দেশের তারা দু'জন। কিছুদিন আগেই খবর রটেছিল, খুব শিগগিরই বিয়ে করতে চান এই তারকা যুগল। তবে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত বিরাট এখনই বিয়ের জন্য ঠিক তৈরি নন।
সেলিব্রিটি দুনিয়ায় খবর উড়ছে, সম্প্রতি নাকি ওরলিতে 'ওঙ্কার ১৯৭৩' অ্যাপার্টমেন্ট ঘুরে দেখেছেন বিরাট-আনুশকা। সূত্রের খবর, অ্যাপার্টমেন্টটা বেশ পছন্দ হয়েছে তাদের। সবকিছু ঠিকঠাক থাকলে, খুব শিগগিরই তারা এটি কিনছেন। সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ