মেয়ের বাবা হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন তিনি।
সকালে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি শেয়ার করে সেখানে সাকিব লিখেন, 'Countdown begins for our princess' (রাজকন্যার আগমনের ক্ষণগণনা শুরু)। ছবিতে সাকিব-শিশিরের সামনে একটি কেক রাখা হয়েছে যেখানে দু'টো বাচ্চার পা দেখা যাচ্ছে। পেছনের দেয়ালে লেখা রয়েছে 'এটা একটা কন্যাসন্তান'।
ছবিটি পোস্ট করার পর অসংখ্য ভক্ত তাদের দু'জন ও নবাগত সন্তানের শুভকামনা করে মন্তব্য করেছেন।
চলতি বছরের জুলাই মাসে হঠাৎ গুঞ্জন উঠল, বাবা হচ্ছেন সাকিব আল হাসান। কিছুদিন পরে অবশ্য বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তাদের প্রথম সন্তানটি ভূমিষ্ঠ হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।
সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের শুরুতে প্রথম সন্তানের বাবা হবেন সাকিব আল হাসান। বর্তমানে ছুটি নিয়ে স্ত্রীর পাশে আছেন তিনি।
উল্লেখ্য, ২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তার আগে অবশ্য তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। চলতি বছরের ১২.১২.১৫ তারিখে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। এর আগেই বাবা-মা হতে যাচ্ছেন সাকিব-শিশির দম্পতি।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/ এস আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        