বিয়ের পিড়িতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে এখনই নয়, দাওয়াতটা আরও মাস দেড়েক পর। আগামী ১১ ডিসেম্বর ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ৩১ বছরের এ ক্রিকেটার। অবশ্য আংটি বদলের কাজটা গত জুলাই মাসেই সেরে ফেলেছিলেন তিনি। এরপর সবকিছু গোছগাছ করতে কয়েকটা মাস পেরিয়ে গেল।

আশরাফুল নিজেই বিয়ের এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ ডিসেম্বর গায়ে হলুদ, পরের দিন বিয়ের মূল আনুষ্ঠানিকতা এবং ১২ ডিসেম্বর বৌভাত অনুষ্ঠিত হবে।
আশরাফুলের হবু স্ত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি। জুলাইয়ের মাঝামাঝিতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয় তাদের। অর্চি বর্তমানে পড়ালেখা করছেন। অর্চির বাবা পেশায় একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তবে ঢাকার এলিফেন্ট রোডে বসবাস করেন তারা। দুই ভাই-বোনের মধ্যে অর্চি বড়।
.jpg)
বিয়ে প্রসঙ্গে আশরাফুুল বলেন, ''অন্যান্য সতীর্থদের তুলনায় একটু দেরীতে বিয়ে করতে যাচ্ছি। তবে এটা আমার জন্য ভালোই হবে বলে মনে হচ্ছে। কারণ আগেই বিয়ে করে ফেললে বাচ্চা-কাচ্চা হয়ে সংসারী হয়ে যেতাম। তখন ক্রিকেটে ফেরার এনার্জি হয়তো সেভাবে থাকত না।''
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের অভিষেক। তিনি মোট ৬১ টেস্ট ও ১৭৭টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে, ওয়ানডেতে তার মোট রান ৩৪৬৮। এর মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। অভিযোগ প্রমাণিত হওয়ায় পরের বছরের জুনে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই রায়ের বিপক্ষে আপিল করলে শাস্তির মেয়াদ দুই বছর কমিয়ে আনা হয়।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৫/ এস আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        