আগামী ফিফা প্রেসিডেন্ট পদে লড়বেন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এফসি) প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা। শেখ সালমান বাহারাইনের রাজকীয় পরিবারের একজন সদস্য। তবে মানবাধিকার সংস্থার দ্বারা এর আগে বিভিন্ন কাজে বেশ সমালোচিত হয়েছেন তিনি।
শেখ সালমান এর আগে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির নির্বাচনী প্রচারে কাজ করতে চেয়েছিলেন। ফিফা প্রেসিডেন্টে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন সোমবার। আর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে নির্বাচন।
শেখ সালমানের নির্বাচনে লড়ার ব্যাপারটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে এফসি। যেখানে বলা হয় এ বাহারাইনিকে সকল ধরনের সমর্থন দিবে এশিয়ান ফুটবল সংস্থা।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৫/ এস আহমেদ