স্পেন জাতীয় দলের রক্ষণভাগের অতন্ত্র প্রহরী সার্জিও রামোস। খেলে থাকেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্লাব রিয়াল মাদ্রিদে। সেখান খেলে কাড়ি কাড়ি টাকা উপার্জন করেন এই স্প্যানিশ তারকা, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। অথচ সেই রামোসের কিনা আরও অর্থ দরকার। এজন্য খেলার পাশাপাশি সিকিউরিটি গার্ড হিসিবে সুপার শপে পার্ট টাইম চাকরি করছেন তিনি!
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সার্জিও রামোসের একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় একটি সুপার শপে সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন রামোস। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দোকানে আসা নারীদের দেখছেন!
যদিও সিকিউরিটি গার্ডের চাকরির বিষয়টি অস্বীকার করেছেন রামোস। তাহলে গার্ডের পোশাক পরে তিনি সুপার শপে কি করছিলেন? এ বিষয়ে কিছুই বলেননি রামোস। ধারণা করা হচ্ছে কোনো সিনেমার প্রয়োজনে তিনি এমনটি করে থাকতে পারেন।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব