বান্ধবী শারীরিক লাঞ্ছিতের অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র। মঙ্গলবার টানা তিন ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। যদিও গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরেই মুক্তি পেয়েছেন টিমইন্ডিয়ার এই স্পিনার।
বেঙ্গালুরু পুলিশের ডিসি (সেন্ট্রাল) সন্দীপ পাটিল জানিয়েছেন ‘এদিন দুপুরের দিকেই ৩ ঘণ্টো ধরে বেঙ্গালুরুর অশোকনগর পুলিশ স্টেশনে তাঁকে জেরা করা হয়। পরে তাঁকে জামিন দেওয়া হয়’।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে ওই নারীকে মারঘধরের অভিযোগ ওঠে অমিত মিশ্রের বিরুদ্ধে। বেঙ্গালুরুর বাসিন্দা ওই নারী বেশ কয়েকটি বলিউডের ছবি প্রযোজনা করেছেন। গত তিন বছর ধরে দুইজনের বন্ধুত্ব ছিল। সেই সূত্রেই ওইদিন হোটেলে অমিতের ঘরে ঢোকেন ওই নারী। যদিও সেসময় ঘরে ছিলেন না অমিত। এরপর অমিত হোটেলে ফিরে এলে দুই জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। একসময় আচমকাই কেটলি দিয়ে ওই নারীকে আঘাত করে বসেন অমিত, তাঁর বিরুদ্ধে ওই নারীকে গালি দেওয়ারও অভিযোগ ওঠে। এরপর ২৭ সেপ্টেম্বর অমিতের বিরুদ্ধে থানায় অভিযোগে দায়ের করেন ওই নারী।
অভিযোগের ভিত্তিতে অমিতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩২৩ (স্বচ্ছায় আঘাত করা), ৩২৪ (ভারী অস্ত্র দিয়ে আঘাত করা) এবং ৩৫৪ (নারী নির্যাতন) ধারায় মামলা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে অমিতকে থানায় হাজিরা দেওয়ার জন্য তাঁকে নোটিশ পাঠায় পুলিশ। এজন্য এদিন থানায় উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার ৩২ বছর বয়স্ক এই স্পিনার।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব