বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি পদে প্রতিন্দ্বন্দ্বিতার করার ঘোষণা দিয়েছিলেন। তবে সমর্থন পেতে ব্যর্থ হয়ে অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার জিকো।
প্রার্থীর তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে ৬২ বছর বয়সী জিকো বলেছেন, ‘দুর্ভাগ্যবশত সমর্থনের বিষয়ে যে ৫টি চিঠি (৫টি মহাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে) প্রয়োজন, তা যোগড় করতে ব্যর্থ হয়েছি। তবে ফিফার সভাপতি হওয়ার প্রার্থীদের এই ক্যাম্পেনে অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি, পরবর্তীতে যিনি ফিফার সভাপতি হবেন তিনি ফুটবলের স্বার্থে সততা দিয়েই দায়িত্ব পালন করবেন।’
এদিকে, জিকো সরে দাঁড়াতে ফিফার সভাপতি পদের জন্য বর্তমানে প্রার্থীর সংখ্যা ৮ জন। তারা হলেন- উয়েফা সেক্রেটারি জেনারেল জিয়ান্নি ইনফানতিনো (সুইজারল্যান্ড), জর্ডানের প্রিন্স আলি বিন আল হোসেন, ফ্রান্সের জেরোমে চ্যাম্পপাগনে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডেভিড নাকহিদ, দক্ষিণ আফ্রিকার টকিও স্যাক্সওয়েল, লাইবেরিয়ার মুসা বিলিতি, এশিয়ান কনফেডারেশনের সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা (বাহারাইন) এবং বর্তমানে ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার শাস্তিতে থাকা উয়েফা সভাপতি ও সাবেক ফরাসি তারকা মিশেল প্লাতিনি।
উল্লেখ্য, আগামী বছর ২৬ ফেব্রুয়ারি ফিফার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব