নিরপাত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়ার করা ম্যাচ ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখান করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফলে বিশ্বকাপ ফুটবল বাছাই খেলতে আগামী ১৪ নভেম্বর ঢাকা আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসছেই, বাফুফের পক্ষ থেকেও এটা নিশ্চিত করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ৩ সেপ্টেম্বর পার্থে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫-০ গোলে হেরেছিল মামুনল-এমিলিরা। সকারুদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এটি ছিল প্রথম প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব